পোস্টারে ঢাকা ‘জুলাই স্মৃতি’
চব্বিশের গণ-অভ্যুত্থানের চিহ্ন রয়েছে ঢাকার ফ্লাইওভার, সড়ক,ফুটপাত ও দেয়ালসহ নানা স্থাপনায়। সরকার পতনের পরও অনেক গ্রাফিতি আঁকা হয় রাজধানীজুড়ে। তবে অনেক স্মৃতিচিহ্নই এখন ছেয়ে যাচ্ছে নানা পোস্টারে। মিরপুরের কালশী ফ্লাইওভারেরও চিত্রও তাই।