Published : 22 Apr 2025, 07:25 PM
জুলাই অভ্যুত্থানে নিহত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রিপন মিয়ার লাশ উত্তোলনে বাধা দিয়েছে পরিবার।
মঙ্গলবার বিকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া গ্রামে আদালতের নির্দেশে লাশ তুলতে গেলে রিপনের বড় ভাই মামলার বাদী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাকে বাধা দেন বলে বকশীগঞ্জ থানার এসআই খাইরুল ইসলাম জানান।
পানাতিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে রিপন মিয়া ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। গত বছরের ৫ অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন রিপনের বড় ভাই সরকার আকতার হোসেন।
এসি ল্যান্ড আসমা উল হুসনা সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আমরা রিপন মিয়ার লাশ উত্তোলন করতে এসেছিলাম। কিন্তু রিপনের বড় ভাই ও মামলার বাদী সরকার আকতার হোসেন এতে বাধা প্রধান করেন। এ বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশের পর কার্যক্রম পরিচালনা করা হবে।”
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লবে নিহতের পর রিপনকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। তাই আদালতে লাশ উত্তোলনের আবেদন করা হলে ২৯ জানুয়ারি ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রিপনের লাশ উত্তোলনের নির্দেশ দেন। এই পরিপ্রেক্ষিতে আমরা লাশ উত্তোলন করতে আসি।”
মামলার বাদী ও রিপনের বড় ভাই সরকার আকতার হোসেন বলেন, “রিপন গুলি খেয়ে মারা গেছে এটা প্রমাণ আছে। লাশ উত্তোলনের ব্যাপারে আমাকে আগে কিছুই বলা হয়নি। তাই বাধা দেওয়া হয়েছে।”