‘বাংলাদেশি আন্টিদের প্রার্থী’ মামদানি হতে পারেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র
মুসলমান, সমাজতন্ত্রী, অভিবাসী পটভূমি—সব প্রতিকূলতা পেরিয়ে নিউ ইয়র্ক শহরের মেয়র পদে উঠে এসেছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। তিনি শেষ পর্যন্ত মেয়র হতে পারলে, এটা শুধু তার ব্যক্তিগত বিজয় থাকবে না, হবে এক নতুন আমলের সূচনাও।