ভিড় লেগেছে টুপি-আতরের দোকানে
রোজার ঈদ ঘনিয়ে আসায় পোশাকসহ বিভিন্ন জিনিস কেনাকাটার পাশাপাশি টুপি, আতর ও জায়নামাজও কিনছেন অনেকেই। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আশেপাশের দোকানগুলোতে সারা বছর বেচাকেনা চললেও ঈদের আগ দিয়ে এসব জিনিসের বিক্রি আরও বেড়ে যায়। ক্রেতা আকর্ষণে নতুন নতুন ডিজাইনের টুপি, জায়নামাজসহ নানা পণ্য দোকানে সংগ্রহে রাখেন বিক্রেতারা।