০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
ইউক্রেইনের রাজধানীতে এদিনের রুশ হামলা চলেছে টানা ৯ ঘণ্টারও বেশি সময় ধরে, শহরটির আতঙ্কিত বাসিন্দারা মধ্যরাতের আগেই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যান। তাদের সেখানে থাকতে হয় সূর্য উঠে যাওয়ার পরও।
প্রভাব পড়েছে পুঁজিবাজারেও। অনেক বিনিয়োগকারী সোনা ও সুইস মুদ্রার মতো নিরাপদ আশ্রয়ে ঝুঁকছেন।
গত রোববার রাশিয়ার মোট পাঁচটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেইন। ওই সময়ই রাশিয়া জানিয়ে দিয়েছিল, তারা সঠিক সময়ে ইউক্রেইনকে জবাব দেবে।
রাশিয়ার মোট চারটি বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়, এতে রাশিয়ার ৪১টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি কিইভের।
শনিবার রাতে ইউক্রেইনও মস্কোর ৮টি অঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল বলে ভাষ্য রাশিয়ার। তবে এতে কোনো হতাহতের খবর দেয়নি তারা।
রাজধানী কিইভ ও এর আশপাশের অঞ্চল এবং ইউক্রেইনের পূর্বাঞ্চলে মধ্যরাত থকে টানা ৯ ঘণ্টা হামলা নিয়ে সতর্ক থাকার সাইরেন বেজেছে, রোববার সকাল ৯টার দিকে এই সাইরেন থামে।
শনিবার সকালে এ হামলায় আরও চারজন আহত হয়েছে, জানিয়েছে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন।
রাশিয়াও রাতের বেলায় কিইভ অঞ্চলের পাশাপাশি খারকিভ শহরে ড্রোন হামলা চালিয়েছে বলে সেখানকার মেয়রের ভাষ্য।