কারাগারে স্বজন, একপলক দেখার অপেক্ষা
কারাগারের চার দেয়ালে বন্দী স্বজন। সবসময় নাহলেও কিছু দিন পরপর একপলক তাকে দেখতে যান পরিবারের সদস্য ও স্বজনেরা। তবে দেখা পেতে টিকেট কেটে অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ সময়। মানতে হয় কিছু নিয়মকানুন। শুক্রবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের দেখা পেতে ভিড় করেন স্বজনেরা।