Published : 15 Oct 2023, 01:57 AM
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া শনিবার রাতে এ তথ্য জানান।
শাহ আলম কাজী নামের ৪৫ বছর বয়সী ওই কয়েদি বাগেরহাটের মোল্লারহাট উদয়পুর উত্তর কান্দি এলাকার কাজী জিন্নাত আলীর ছেলে।
কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, “ওই কয়েদী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বিকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।”
হৃদরোগে আক্রান্ত হয়ে শাহ আলমের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাতে জানান কারা কর্মকর্তা সুভাষ।