নতুন করে সাজছে যাত্রাবাড়ী থানা
তুমুল গণআন্দোলনে শেখ হাসিনার পতনের দিন হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল যাত্রাবাড়ী থানা। গাড়ি ও আসবাবপত্র থেকে শুরু করে গোটা থানা জ্বলেছে সেদিন। এক মাস পর সেই ধ্বংসস্তূপ আর ক্ষত মেরামত করে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়েছে।