পুনর্জন্ম নেবেন, উত্তরসূরি শনাক্ত করবে ট্রাস্ট, জানালেন দালাই লামা
বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, দালাই লামার উত্তরসূরি নির্ধারণে চীনের অনুমোদন অপরিহার্য, এবং শতাব্দীপ্রাচীন আচার অনুসারে এই উত্তরসূরি নির্বাচন চীনের ভেতরেই হতে হবে।