Published : 08 Jul 2023, 08:07 PM
মেটার নতুন ‘থ্রেডস’ অ্যাপে সাইনআপ করেছেন কিম কার্দাশিয়ান ও রেইলান ক্লার্কসহ বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্ব।
ফেইসবুক ও ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটার তৈরি ‘টুইটার কিলার’ নামে পরিচিতি পাওয়া নতুন এই অ্যাপ ব্যবহারকারীকে টেক্সট ফরম্যাটে বিভিন্ন পোস্ট আপডেট করার পাশাপাশি সর্বজনীন আলাপে যোগ দিতে উৎসাহ দেয় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ‘ইন্ডিপেন্ডেন্ট’।
নতুন এই প্ল্যাটফর্মে সাইন আপ করা বিখ্যাতদের তালিকায় তিব্বতীয় বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাও রয়েছেন।
রিয়ালিটি শো ‘স্ট্রিক্টলি কাম ডান্সিং: ইট টেইকস টু’র সাবেক উপস্থাপক রেইলান ক্লার্ক নিজের প্রথম আপডেটে একটি ছবি পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা “বন্ধুরা! আপনারাও থ্রেডসে যোগ দিন।”
‘হেলস কিচেন’ ও ‘কিচেন নাইটমেয়ার্স’-এর মতো রান্নাবিষয়ক রিয়ালিটি সিরিজের কাণ্ডারী ও জনপ্রিয় শেফ গর্ডন রামজি নিজের পোস্টে বলেন, “এখানে কী আমি ‘ল্যাম্ব সস’ পাব?”
নতুন অ্যাপটিতে ‘হিপস ডোন্ট লাই’ খ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরার ফলোয়ার এরইমধ্যে ১০ লাখ ছাড়িয়েছে। আর মার্কিন রিয়ালিটি টিভি তারকা ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ। তবে, এখনও অ্যাপটিতে তেমন কিছু পোস্ট করেননি তিনি।
কিমের বোন ক্লোয়ি কার্দাশিয়ানও প্ল্যাটফর্মটিতে যোগ দিয়েছেন। এর পাশাপাশি, একটি ছবি পোস্ট করে তিনি এতে ক্যাপশন হিসেবে লেখেন, “কেমন আছো আমার ছোট্ট থ্রেডাররা।”
প্যারিস হিলটন, ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য লুয়ি টমলিনসন ও জায়েন মালিক, এইচবিও ড্রামা সিরিজ ‘লাস্ট ওফ আস’ খ্যাত অভিনেত্রী বেলা রামজি, রিয়ালিটি শো ‘ড্রাগনস ডেন’-এর প্যানেলিস্ট ডেবোরা মিডেন ও স্টিভেন বার্টলেট ও ‘বিগ ব্রাদার’ উপস্থাপক ডেভিনা ম্যাক কলও মেটার নতুন অ্যাপে সাইন আপ করেছেন।
সাইটটি ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত থাকায় তারকারা সহজেই থ্রেডস-এ নিজেদের ভেরিফিকেশন ও ইউজার নেইম নিয়ে যেতে পারছেন।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, পোশাক বিক্রেতা কোম্পানি ‘প্রিটি লিটল থিং’ ও সুপারমার্কেট ‘আলডি’র মতো বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড ও কোম্পানি অ্যাপটিতে যোগ দিয়েছে।
নতুন এই অ্যাপে ব্যবহারকারীরা এক পোস্টে পাঁচশ ‘অক্ষর’ পর্যন্ত লিখতে পারবেন। আর এতে বিভিন্ন লিংক, ছবি ও পাঁচ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে।
মেটার ওয়েবসাইট বলছে, “থ্রেডস নিয়ে আমাদের লক্ষ্য হল, ইনস্টাগ্রাম যেটি সবচেয়ে ভাল করে, অর্থাৎ আপনার আইডিয়া প্রকাশের ইতিবাচক ও সৃজনশীল জায়গা তৈরি করা, সেটিকে পাঠযোগ্য সংস্করণে নিয়ে আসা।”
২০২২ সালে ইলন মাস্কের কেনা সামাজিক মাধ্যম টুইটার টেক্সট ভিত্তিক সাইট হলেও এতে কেবল ২৮০ অক্ষর পর্যন্ত পোস্ট করা যায়।
এই সপ্তাহান্তে ব্যবহারকারীর দৈনিক টুইট দেখার সংখ্যায় লাগাম টানার ঘোষণা দেন এই ধনকুবের। এর আগে সাইটটিতে প্রবেশ করতে না পেরে অভিযোগ জানিয়েছেন হাজার হাজার ব্যবহারকারী।