ঈদে হাত-পায়ের যত্নে করণীয়
কোরবানি ঈদে মানুষ ব্যস্ত থাকে মাংস প্রস্তুত, সংরক্ষণ এবং রান্না নিয়ে। এই মাংস প্রস্তুত ও রান্না করতে গিয়ে ক্ষতি হয় হাত-পায়ের ত্বকের, ভাঙে নখ; গন্ধ হয় হাতে। এ থেকে পরিত্রাণের রয়েছে কিছু উপায়। অ্যারোমা থেরাপিস্টদের মতে, কিছুদিন আগে থেকেই হাত-পায়ের যত্ন নেওয়া শুরু করলে ক্ষতির পরিমাণ কিছুটা কমে।