Published : 12 Jun 2025, 07:54 PM
সূর্যাস্তের রংয়ে রাঙা সৌন্দর্য যখন দিগন্তে ধীরে ধীরে মিলিয়ে যায়, তখন আকাশে রংয়ের মেলবন্ধন দেখা যায়।
গভীর কমলা, নরম বেগুনি, হালকা সোনালি রংয়ের সেই সৌন্দর্য এখন নখের সাজেও দেখা যাচ্ছে। সূর্যাস্তের নখ বা ‘সানসেট ম্যানিকিউর’ নামের এই নতুন সাজ এখন ইন্সটাগ্রামে ভাইরাল।
এই সাজ শুধু রং নয় বরং রংয়ের মিশ্রণের মাধ্যমে এক স্বপ্নময় আবহ তৈরি করে যা গ্রীষ্মের দীর্ঘ দিনের আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে।
আকর্ষণীয় ও স্নিগ্ধ সৌন্দর্যের মিশেল এই সাজ একদিকে যেমন প্রাণবন্ত, তেমনই মোলায়েম ও চোখে আরামদায়ক।
উজ্জ্বল হলেও তা বেশি মনে হয় না, আবার একঘেয়েও নয়।
সূর্যাস্ত নখ বা সানসেট ম্যানিকিউর কি?
সূর্যাস্ত নখের মূল ধারা এই স্টাইলে মূলত গোলাপি, কোরাল আর পিচ রংয়ের মিশ্রণে এক ঝলমলে আভা তৈরি করা হয়। নখ যেন সোনালি বিকেলের মতো জ্বলজ্বল করে, তবে সেটা চোখে লাগে না।
“এটি গ্রীষ্মের আকাশের স্বপ্নময় রংকে ধরার মতো”, বলছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সৌন্দর্য প্রতিষ্ঠান ‘সেলন পারফেক্ট’-এর ব্র্যান্ড উন্নয়ন বিষয়ক সহ-সভাপতি মরগান গর্ডন।
রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, “এই নখের সাজে উষ্ণতা ও দীপ্তি একসঙ্গে ধরা পড়ে।“
কমলালেবুর মতো সতেজ অরেঞ্জ শারবেত
সূর্যাস্ত নখের একটি আকর্ষণীয় রূপ হল অরেঞ্জ শারবেত। গ্রীষ্মের দাবদাহে যেমন একটা ঠাণ্ডা কমলালেবুর আইসক্রিম প্রশান্তি দেয়, এই রংটিও তেমনই সতেজতা নিয়ে আসে।
‘গ্লেইজ’ বা উজ্জ্বল করা এই রং নখে এক ঝলক সজীবতা আনতে পারে। এটি উজ্জ্বল হলেও সহজে মানিয়ে যায়।
রংয়ের রহস্যময় আবহ: মাল্টি-আভা নখ
এই ধরনের নখে দেখা যায় একাধিক স্তরে রংয়ের হালকা বর্ণচ্ছটা। কখনও হালকা বেগুনি থেকে পিচ, গোলাপি থেকে সোনালি এভাবে একে অপরের সঙ্গে মিশে যায় রংগুলো। এটি যেন আলোয় বদলায়, মায়াময় এক অভিজ্ঞতা এনে দেয়।
মরগান গর্ডনের পরামর্শ, “উজ্জ্বল ও প্রতিফলিত ফিনিশিং এই সাজের জন্য আদর্শ।”
তারাভরা রাতের ছোঁয়া: তারা ও সূর্যাস্ত
যখন দিন শেষ হয়ে রাত নামে, তখন আকাশে সূর্যাস্তের কমলা থেকে নীলাভ রাত্রির রংয়ের পরিবর্তন দেখা যায়। এই নখের সাজে সেই রূপান্তর ধরা পড়ে।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘পিএলএ নখ’-এর প্রতিষ্ঠাতা মিশেল গুয়েন বলেন, “সূর্যাস্তের সবচেয়ে আকর্ষণীয় রংগুলোর মধ্যে বেগুনি ও গভীর নীল একত্রে ব্যবহার করলে একটি রাত্রির আবহ তৈরি হয়।”
এতে ছোট ছোট তারার মতো ঝিলমিল যোগ করে সাজে আকাশছোঁয়া সৌন্দর্য।
ফরাসি ছোঁয়ায় সূর্যাস্ত
ফ্রেঞ্চ নখের ঐতিহ্যবাহী সাদা প্রান্তের জায়গায় এখন এসেছে সূর্যাস্তের নরম রংয়ের ঢেউ। উষ্ণ কমলা, গোলাপি ও সোনালি রং নখের প্রান্তে হালকাভাবে যুক্ত করে তৈরি হয় সূর্যাস্ত ফ্রেঞ্চ সাজ।
মিশেল গুয়েনের মতে, “ছোট কিংবা বড় নখ সব আকৃতির সঙ্গেই মানিয়ে যায় এই নতুন রূপ।”
সূর্যাস্তের আভা এনে দিচ্ছে ক্রোম
বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ‘ক্রোম’ নখের সাজ এখন সূর্যাস্তের রংয়ের সঙ্গেও মিলেমিশে এক অন্যরকম জ্যোতি এনে দেয়। রঙিন গ্রেডিয়েন্টের ওপর ক্রোমের স্তর যুক্ত করলে নখে এক ধরনের মায়াময় দীপ্তি আসে।
মিশেল গুয়েনের পরামর্শ, “জেল পালিশ দিয়ে রং বসিয়ে তারপর তার ওপর হালকা করে ক্রোম গুঁড়া লাগিয়ে দিলে সূর্যাস্তের আলোয় ভরা এক ম্যানিকিউর তৈরি হয়।”
রঙিন গ্রেডিয়েন্ট হল এমন এক ধরনের রংয়ের মিশ্রণ যেখানে এক রং থেকে আরেক রংয়ে ধীরে ধীরে পরিবর্তন হয়। যেমন কমলা থেকে গোলাপি বা বেগুনি হয়ে যাওয়া, ঠিক যেমনটা সূর্যাস্তের আকাশে দেখা যায়। আর ক্রোমের স্তর হলো একটি উজ্জ্বল, চকচকে, প্রায় আয়নার মতো ধাতব প্রলেপ। এটি মূলত নখের নকশায় ব্যবহৃত হয় যাতে একটা ধাতব বা ঝলমলে চকচকে আভা তৈরি হয়।
বিন্যাসে বৈচিত্র্য: গ্রেডিয়েন্ট ঢেউ
এই ধারায় নখে রংয়ের ঢেউ আকারে সজ্জা করা হয়। যেন সূর্যাস্তের আকাশে রংয়ের ঢেউ একে অপরকে স্পর্শ করছে। নরম সরে যাওয়া রংগুলো একে অপরকে ছুঁয়ে এক ধরনের চলমান অনুভব তৈরি করে।
মিশেল গুয়েন বলেন, “এই নখের ঢেউ সূর্যাস্তের নরম আলো ও সৌন্দর্যকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো করে তোলে।”
আরও পড়ুন
নখের স্বাস্থ্য নষ্ট করে যেসব অভ্যাস