কোরবানির পর রান্নাঘর জীবাণুমুক্ত করবেন কীভাবে
কোরবানির মাংস প্রস্তুত, সংরক্ষণ আর রান্না, কত্ত কাজ এই ঈদে! উৎসবের এই ব্যস্ততা আর উদযাপনের মাঝে পরিচ্ছন্নতার বিষয়টি ভুলে গেলে চলবে না। কাঁচা মাংসের গন্ধ ও জীবাণুর সংক্রমণ ঘরকে করে তোলে অস্বাস্থ্যকর। তাই রান্নাঘর থেকে শুরু করে সিংক, বাসনপত্র সবকিছুই সঠিকভাবে পরিষ্কার করতে হবে।