কোরবানির মাংস প্রস্তুত, সংরক্ষণ আর রান্না, কত্ত কাজ এই ঈদে! উৎসবের এই ব্যস্ততা আর উদযাপনের মাঝে পরিচ্ছন্নতার বিষয়টি ভুলে গেলে চলবে না। কাঁচা মাংসের গন্ধ ও জীবাণুর সংক্রমণ ঘরকে করে তোলে অস্বাস্থ্যকর। তাই রান্নাঘর থেকে শুরু করে সিংক, বাসনপত্র সবকিছুই সঠিকভাবে পরিষ্কার করতে হবে।