০২ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
আদালতে এসে অসুস্থ হয়ে পড়লেন চিত্রনায়িকা পরীমনি। আর এ কারণেই সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হয়রানির মামলায় জেরা হয়নি। আদালত নির্ধারিত সময় অনুযায়ী বিকাল পর্যন্ত গাড়িতে বসে জেরার অপেক্ষা করছিলেন পরীমনি; এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
গাড়িতে অবস্থান করার সময় হঠাৎ অসুস্থবোধ করেন তিনি।
সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হয়রানির মামলায় জেরার জবাব দিতে আদালতে হাজির হলেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকাল ১১টার দিকে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তিনি আসামিপক্ষের আইনজীবীদের জেরার মুখোমুখি হন।
গত বছরের ২২ সেপ্টেম্বর তার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ মামলা করেন পরীমনি।
মামলায় পরীমনির সাথে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
"যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।"
গৃহকর্মী পিংকি আক্তারের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে পরীমনির সন্তানের পড়ে যাওয়াকে কেন্দ্র করে।