আদালতে এসে পরীমনি অসুস্থ, হল না জেরা
আদালতে এসে অসুস্থ হয়ে পড়লেন চিত্রনায়িকা পরীমনি। আর এ কারণেই সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হয়রানির মামলায় জেরা হয়নি। আদালত নির্ধারিত সময় অনুযায়ী বিকাল পর্যন্ত গাড়িতে বসে জেরার অপেক্ষা করছিলেন পরীমনি; এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।