০২ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
প্রায় সাড়ে চার দশক আগে ইরাকের বাগদাদে ‘অপারেশন অপেরা’ নামে বিমান হামলা চালায় ইসরায়েল। এবারও একইভাবে দফায় দফায় ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানল দেশটি।
স্থাপনাগুলোর টানেলে ড্রোন দিয়ে হামলা হতে পারে, হতে পারে সাইবার হামলাও। এসবে বেশ ক্ষয়ক্ষতি হলেও উপর থেকে তা বোঝা নাও যেতে পারে।
তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালাল তাদের সামরিক বাহিনী।
শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা শুরু হয়।
নাতানজের পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে জানিয়ে আইইএই-র প্রধান রাফায়েল গ্রোসি বলেন, “তেজস্ক্রিয়তার মাত্রা সম্বন্ধে জানতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা।”
ট্রাম্প ইসরায়েলের সামরিক পদক্ষেপে সহায়তা করার বদলে তেহরানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন, বলেছে নিউ ইয়র্ক টাইমস।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলায় সমর্থন দেবেন কি না, এমন প্রশ্নের উত্তরে বাইডেন ‘না’ বলেছেন।