গোল তালাব পুকুর
পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গার তীরে ঢাকার নবাবদের প্রাচীন প্রাসাদ আহসান মঞ্জিল, তার পাশের গোলাকার পুকুরটির নাম ‘গোল তালাব’। তালাব উর্দু শব্দ, যার অর্থ জলাধার। ১৬১০ সালে নবাব আব্দুল বারি এটি খনন করেন। পুকুরটি আজও টিকে আছে নবাব ঐতিহ্যের প্রতীক হয়ে।