কয়েকদিন ধরেই মাঝেমধ্যে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে জলজট। বৃষ্টির পর কোথাও কোথাও পানি সরলেও পুরান ঢাকার বংশালের আব্দুল হাদী লেনের চিত্র অন্যরকম। সহজে বৃষ্টির পানি না সরায় বর্ষার আগেই জলাবদ্ধতায় নাস্তানাবুদ এখানকার বাসিন্দারা।