০৩ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
এই কোচ থাকলে জাতীয় দলের হয়ে রবের্ত লেভানদোভস্কির আর না খেলার ঘোষণা দেওয়ার চার দিন পর সরে দাঁড়ালেন মিখাও প্রবিয়েশ।
“আমাদের মধ্যে যে মতানৈক্য হয়েছিল, কোচ তা ভঙ্গ করেছেন এবং তার আচরণে আমি বিস্মিত”, বললেন রবের্ত লেভানদোভস্কি।
নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার পর জাতীয় দল থেকেই সরে দাঁড়ালেন পোল্যান্ডের ইতিহাসের সফলতম গোলস্কোরার রবের্ত লেভানদোভস্কি।
চোট কাটিয়ে ফিট হয়ে অভিজ্ঞ এই ফরোয়ার্ড অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন, এমন আশায় মেডিকেল টিমের দিকে তাকিয়ে আছেন কোচ মিখাল প্রবিয়েশ।