ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ
Published : 21 Jun 2024, 09:26 AM
হার দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু করা পোল্যান্ডের সামনে এবার অস্ট্রিয়া পরীক্ষা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রবের্ত লেভানদোভস্কিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি পুরোপুরি। কোচ মিখাল প্রবিয়েশ তাই তাকিয়ে আছেন মেডিকেল টিমের দিকে; চোট কাটিয়ে অভিজ্ঞ এই স্ট্রাইকারের ফিট হয়ে ওঠার সবুজ সংকেত পাওয়ার আশা নিয়ে।
‘ডি’ গ্রুপের ম্যাচে শুক্রবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করা পোল্যান্ড। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি দলটির সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি।
গত সপ্তাহে তুরস্কের বিপক্ষে প্রীতি ম্যাচের ৩৩তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লেভানদোভস্কি। পরে জানা যায়, ঊরুতে চোট পেয়েছেন বার্সেলোনার এই তারকা। অস্ট্রিয়া ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে প্রবিয়েশ জানালেন, শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণভাগের সেরা তারকার জন্য অপেক্ষা করবেন তিনি।
“বিশ্বের সেরা খেলোয়াড়কে বেঞ্চে পাওয়া আর মাঠে পাওয়ার মধ্যে পার্থক্য অনেক। আমরা তাকে নিয়ে আজ (বৃহস্পতিবার) শেষ দিকে সিদ্ধান্ত নেব।”
“আশা করি, সিদ্ধান্ত ইতিবাচক হবে এবং আগামীকালের ম্যাচের জন্য তাকে নির্বাচন করতে পারব। এখনও আমরা জানি না। তারা এখন গা গরম করছে (প্রস্তুতিতে), আমি মেডিকেল টিমের দিকে তাকিয়ে আছি সিদ্ধান্ত নেওয়ার জন্য।”
এবারের ইউরোতে শুরুটা ভালো হয়নি অস্ট্রিয়ারও। ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে তারা। প্রথম জয়ের তাড়না নিয়ে নামবে তারাও। প্রবিয়েশের মনে হচ্ছে, আগ্রাসী ফুটবলে ঠাসা একটি ম্যাচই হতে যাচ্ছে।
“আগামীকাল আক্রমণাত্মক একটা ম্যাচ হবে। আমরা দেখিয়েছি, অস্ট্রিয়ানদের আগ্রাসন আমরা সামাল দিতে পারি। আমরা ফুটবল খেলতে চাই এবং দেখাতে চাই, আমরা সেটা করতেও পারি।”
“আমি দলে সবার মধ্যে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ, জাতীয় দল এবং চার কোটি মানুষের প্রতিনিধিত্ব করার মানসিকতায় দেখতে চাই। আমি চাই, তাদের যে বৈশিষ্ট্য, সেটা তারা মেলে ধরুক।”