০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
গত ৮ মে রাতে ভাটারার নর্দা এলাকা থেকে টিনাকে গ্রেপ্তারের পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে পায় পুলিশ।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফারিয়া হক টিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম শুনানি শেষে এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে শুক্রবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম শুনানি নিয়ে এ আদেশ দেন।
ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী টিনাকে গ্রেপ্তার করা হলেও ঐশীর খোঁজ এখনো পায়নি পুলিশ।
পারভেজকে হত্যার ঘটনায় নাম আসা দুই তরুণীকে খুঁজে বের করতে গত ২৩ এপ্রিল নির্দেশ দিয়েছিল আদালত।
মেহরাজকে পাঁচ দিন ও হৃদয়কে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
গাইবান্ধা থেকে গত বুধবার মেহরাজকে গ্রেপ্তার করে র্যাব।
এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।