পাঠশালার নাম ‘অচিন পাখি’, শেখাচ্ছে শুদ্ধ লালন
নতুন প্রজন্মের মাঝে লালন ফকিরের গান সঠিকভাবে, সঠিক সুরে ছড়িয়ে দিতে সংগীত শিল্পী ফরিদা পারভীন ১৬ বছর আগে গড়ে তোলেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’। গুটি গুটি পায়ে প্রতিষ্ঠানটিতে বেড়েছে শিক্ষার্থী; পারিবারিক আবহে তারা তালিম নিচ্ছে শুদ্ধ লোকগানের। সামর্থ্যের সংকট সেই ‘অচিন পাখি’কে কোথায় দাঁড় করাবে, সেই প্রশ্নই এখন উদ্যোক্তাদের ভাবাচ্ছে।