০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দল হতাশার দিন কাটাতে পারে, ম্যাচের আগে মনে হচ্ছিল হান্সি ফ্লিকের।
২৪ ম্যাচ পর ও ২০২৫ সালে প্রথম হারের তেতো স্বাদ পেল হান্সি ফ্লিকের দল।
বার্সেলোনার মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হলেও ফিরতি লেগে অভাবনীয় কিছু করে সেমি-ফাইনালে যাওয়া সম্ভব, বিশ্বাস বরুশিয়া ডর্টমুন্ড কোচ নিকো কোভাচের।
এদিন বায়ার লেভারকুজেনও হোঁচট খাওয়ায়, শিরোপা লড়াইয়ে আগের মতোই এগিয়ে রইল ভিনসেন্ট কোম্পানির দল।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচে বার্সার সামনে দাঁড়াতেই পারেনি বরুসিয়া ডর্টমুন্ড।
একপেশে ম্যাচে জোড়া গোল করেছেন রবের্ত লেভানদোভস্কি; জালের দেখা পেয়েছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামালও।
তরুণ মিডফিল্ডার গাভি মনে করিয়ে দিয়েছেন, ফুটবলে সব সময় জেতা সম্ভব নয়।
রাফিনিয়া-ইয়ামাল-লেভানদোভস্কিদের বিপক্ষে দলকে সুশৃঙ্খল থাকতে বললেন বরুশিয়া ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ।