চ্যাম্পিয়ন্স লিগ
Published : 14 Apr 2025, 08:47 PM
চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড এবার কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার শঙ্কায়। প্রথম লেগে বার্সেলোনা মাঠে চার গোলে হারার পর সেমি-ফাইনালে যেতে ফিরতি লেগে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে তাদের। এজন্য ঘরের মাঠে খেলোয়াড়দের ভিন্ন রূপে মেলে ধরার তাগিদ দিলেন জার্মান দলটির কোচ নিকো কোভাচ।
শেষ আটের প্রথম লেগে গত সপ্তাহে বার্সেলোনার মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ডর্টমুন্ড। স্প্যানিশ দলটির হয়ে জোড়া গোল করেন ডর্টমুন্ডের সাবেক স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।
ডর্টমুন্ডের মাঠে সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার হবে ফিরতি লেগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
হান্সি ফ্লিকের হাত ধরে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ ধরে অপরাজিত আছে বার্সেলোনা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে তারাই একমাত্র দল, যারা ২০২৫ সালে কোনো ম্যাচ হারেনি।
বিষয়টি মাথায় রেখেই সোমবার সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড কোচ কোভাচ প্রত্যয়ী কণ্ঠে বললেন, অলৌকিক কিছু করে দেখাতে চান তারা। এজন্য তিনি পাশে চাইলেন সমর্থকদের।
“আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। আগামীকাল (মঙ্গলবার) প্রথম লেগের চেয়ে পুরো ভিন্ন রূপ দেখাতে এবং ম্যাচটি জিততে চাই আমরা। সবসময়ই অলৌকিক ঘটনা ঘটে, তবে আমরা এটাও জানি যে, বার্সেলোনা এই বছর এখনও কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ হারেনি।”
“আগামীকাল (মঙ্গলবার) প্রথম মিনিট থেকেই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে এবং সমর্থকদের আমাদের পাশে দরকার হবে।”
বুন্ডেসলিগার টেবিলে আট নম্বরে থাকা ডর্টমুন্ড এই ম্যাচে হয়তো পাবে না অধিনায়ক এমরে কানকে। পেশির সমস্যায় ভুগছেন ৩১ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার।