০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
স্থানীয় সরকার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার দেড় মাস পার হলেও এর বাস্তবায়ন শুরু না হওয়ায় খেদ প্রকাশ করেছেন কমিশনপ্রধান তোফায়েল আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে কথা বলছিলেন তিনি।
“আমরা রিপোর্ট দিলাম এপ্রিলের ২০ তারিখ।… কোনো আলোচনা তো হয়নি। আর সামনে যে হবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।”
“সমস্ত নেতৃত্ব আসবে স্টুডেন্ট পলিটিক্স থেকে, এটা একটা রং কনসেপ্ট; দুনিয়ার কোনো দেশে এটা হয় না,” বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ।
গত অর্ধ শতাব্দী ধরে যে ধারণা ঘিরে বাংলাদেশের জাতীয় রাজনীতি আবর্তিত হয়ে আসছে, তাতে গুরুতর গলদ দেখছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ।