ফের সাগরে নামছেন জেলেরা
সাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা ওঠে গত ১১ জুন। এরপর পুরোদমে সাগরে নামা শুরু করেন জেলেরা। যদিও সপ্তাহখানেক পরই খারাপ হয় আবহাওয়া। ফলে অনেক জেলে প্রস্তুতি নিয়ে নামলেও মাঝপথ থেকে ফিরে আসে। এর সপ্তাহখানেক পর আবারও তারা সাগরে যাচ্ছেন। সেজন্য ফের সবকিছু গুছানোর কাজ সেরে নিচ্ছেন চট্টগ্রামের ফিশারিঘাটের জেলেরা।