Published : 29 May 2025, 05:55 PM
বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা- কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী।
এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া পথে লঞ্চ চলাচলও সকাল ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে বলে জানান পাটুরিয়া ঘাটের সুপার ভাইজার পান্না লাল নন্দী।
নাসির মোহাম্মদ জানান, বৈরী আবহাওয়ার কারণে বিকাল সাড়ে ৩টা থেকে মানিকগঞ্জ থেকে দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।