নতুন পোপ নাম নেবেন ‘পোপ লিও’
রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার ভোটাভুটির দ্বিতীয় দিনেও কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। চতুর্থ দফার ভোটে এল সফলতা। জানা গেল নতুন পোপের নাম; তিনি হলেন মার্কিন রবার্ট প্রিভোস্ট,যিনি প্রথম আমেরিকান পোপ।