Published : 09 May 2025, 12:25 PM
নির্বাচিত হওয়ার পরপরই পোপরা সাধারণত নতুন নাম নেন, পুরনো পারিবারিক নাম ত্যাগ করে পরিচিত হতে থাকেন নতুন নামে।
যেমনটা নিয়েছেন নতুন পোপও। আগের নাম রবার্ট প্রিভোস্ট এখন থেকে ছায়া, তার পছন্দ হয়েছে ‘লিও’, তাই এখন থেকে তাকে ডাকা হবে- পোপ চতুর্দশ লিও নামে। তার পূর্বসূরী ফ্রান্সিসও একই কাজ করেছিলেন, ২০১৩ সালে ২৬৬তম পোপ হওয়ার পর তার পূর্ব নাম হোর্হে মারিও বেরগোলিও পোপনামের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল।
প্রিভোস্টের আগে আরও ১৩ পোপ ‘লিও’ নামটি বেছে নিয়েছিলেন, যদিও গত ১০০ বছরে ক্যাথলিক চার্চের কোনো প্রধানকে এ নাম নিতে দেখা যায়নি।
চার্চের প্রায় ১৪০ কোটি অনুসারী তো বটেই, অন্যরাও সাধারণত পোপের নতুন নাম নিয়ে আগ্রহী থাকেন; কেননা বেছে নেওয়া এই নামের ভেতর দিয়ে পোপের ‘চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি ও নির্দেশনার’ ইঙ্গিত থাকতে পারে, সিবিএস নিউজকে এমনটাই বলেছেন ডেটন বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ববিদ ডেনিস ডয়েল।
লাতিন শব্দ ‘লিও’-র অর্থ হল সিংহ। সিংহকে সাধারণত শক্তি, সাহস ও কর্তৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়। খ্রিষ্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে কখনো কখনো যিশুকে বোঝাতে রূপক অর্থে সিংহ ব্যবহার করা হয়েছে।
পোপ লিও দ্য গ্রেট প্রথম এই ‘লিও’ নাম নিয়েছিলেন। পরাক্রমশালী আতিলা দ্য হানকে রোম আক্রমণ থেকে বিরত রাখা এই পোপ ধর্মতত্ত্ববিদ ও বুদ্ধিজীবী হিসেবে খ্রিষ্টানদের মধ্যে এখনও ব্যাপক প্রভাবশালী।
সর্বশেষ ‘লিও’ নাম নেওয়া পোপ ত্রয়োদশ লিও ১৮৭৮ থেকে ১৯০৩ সাল পর্যন্ত ক্যাথলিক চার্চের প্রধান ছিলেন। তিনি পরিচিত ‘রিরাম নভেরাম’ লেখার জন্য, এই দলিলকে আধুনিক ক্যাথলিক সামাজিক শিক্ষার ভিত্তি বলে গণ্য করা হয়। এতে শ্রম এবং শ্রমিকদের অধিকারের মতো বিষয়গুলো স্থান পেয়েছে।
“এই ইতিহাসের কারণে, নতুন পোপের ‘লিও’ নাম সামাজিক ইস্যুগুলোর ব্যাপারে তার অঙ্গীকারের গভীর ইঙ্গিত বহন করতে পারে,” যুক্তরাষ্ট্রভিত্তিক এক সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন ম্যানহাটন বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় অধ্যয়নের প্রধান ন্যাটালিয়া ইমপেরাটোরি-লি।
ক্যাথলিক চার্চের কর্মকাণ্ড দীর্ঘদিন অনুসরণ করা অনেকেই বলছেন, নতুন পোপ তার পূর্বসূরী ফ্রান্সিসের ধারাবাহিকতা বজায় রাখবেন বলে অনুমান করা হচ্ছে। দেড় দিনের ভেতর পোপ নির্বাচিত হওয়ায় তাকে ঘিরে নানামতে বিভক্ত ক্যাথলিক চার্চের মধ্যে এক ধরনের ঐকমত্য আছে বলেও অনেকে মনে করছেন।
তিনিই প্রথম জন্মসূত্রে মার্কিন নাগরিক যিনি ভ্যাটিকানের সিংহাসনে বসলেন। দীর্ঘদিন পেরুতে কাজ করায় সেখানকার নাগরিকত্বও আছে তার।