০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
রাজধানীর কমলাপুর পর্যন্ত যাবে মেট্রোরেল, সেই অপেক্ষার যেন শেষ হচ্ছে না। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোদমে চললেও সেখান থেকে কমলাপুর পর্যন্ত এখনও নির্মাণকাজ শেষ হয়নি। এমআরটি লাইন-৬ এর বর্ধিত এ অংশের কাজের অগ্রগতি গত ফেব্রুয়ারিতে ৫০ শতাংশের কথা বলেছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। বাকি কাজের জন্য ঠিকাদার নিয়োগ নিয়ে তৈরি হয় জটিলতা। ফলে ধীরগতিতে চলছে নির্মাণকাজ।