রাজধানীর কমলাপুর পর্যন্ত যাবে মেট্রোরেল, সেই অপেক্ষার যেন শেষ হচ্ছে না। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোদমে চললেও সেখান থেকে কমলাপুর পর্যন্ত এখনও নির্মাণকাজ শেষ হয়নি। এমআরটি লাইন-৬ এর বর্ধিত এ অংশের কাজের অগ্রগতি গত ফেব্রুয়ারিতে ৫০ শতাংশের কথা বলেছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। বাকি কাজের জন্য ঠিকাদার নিয়োগ নিয়ে তৈরি হয় জটিলতা। ফলে ধীরগতিতে চলছে নির্মাণকাজ।