মোটরসাইকেলে ঢাকায় ফেরা
বরাবরের মত এবারও ঈদের ছুটিতে অনেকেই বাড়ি যান মোটরসাইকেলে। ঈদ শেষে তারা ফিরছেনও একই বাহনে। তবে বাইকে ফেরা বেশির ভাগ আরোহীর পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নেই। এমনকি মানসম্মত হেলমেটও নেই অনেকের। মহাসড়কে লেন না মানার অভিযোগও আছে বাইক চালকদের বিরুদ্ধে।