Published : 18 Oct 2024, 05:03 PM
ঢাকার দোহার উপজেলায় চায়ের দোকানে বসা এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মোটরসাইকেলে আসা তিন যুবক।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বাঁশতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোহার থানার ওসি রেজাউল করিম।
নিহত মো. নাজমুল ব্যাপারি (২৫) উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশি এলাকার আলী বেপারীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “সকালে বাঁশতলায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল নাজমুল। হঠাৎ একটি মোটরসাইকেলে তিন যুবক এসে কিছু বুঝে উঠার আগেই নাজমুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ”
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহতের ভাই নাসির উদ্দিন ব্যাপারি বলেন, “বাঁশতলার খেজুরতলা গ্রামের এক যুবকের সঙ্গে নাজমুলের বিরোধ চলছিল। এর জের ধরেই ওই যুবক পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।”
ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর জেসিও জহিরুল ইসলাম বলেন, পরিস্থিতি শান্ত, স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সহায়তার জন্য তারা ঘটনাস্থলে এসেছেন।
ওসি রেজাউল করিম বলেন, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় খেজুরতলা গ্রামের এক পরিবারের বাবা-ছেলের সম্পৃক্ততা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাদের আটকসহ বাকি আসামিদের শনাক্ত করতে পুলিশের তদন্ত চলছে। “
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।