০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
দ্রুত গতিতে আসছে বাস, মোড়ে মোড়ে তুলছে যাত্রী, এরপর আবারও ছুটছে দ্রুত। কোরবানির ঈদের লম্বা ছুটিতে রাজধানীর সড়কে দেখা মিলছে এমন চিত্র। অন্য সময়ের চিরচেনা যানজট আর ভোগান্তি না থাকায় সড়কে বেরিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছে নগরবাসী।
ঢাকার ব্যস্ত সড়কে যানজট নিরসনে পরীক্ষামূলক পদক্ষেপ নিয়েছে ট্রাফিক বিভাগ। এর অংশ হিসেবে মানিক মিয়া এভিনিউ ও তেজগাঁও লাভ রোডে ডাইভারশন করে দেওয়া। পরীক্ষামূলক এই পদক্ষেপে ‘আশাতীত’ ফল পাওয়ার কথা বলছেন পুলিশ কর্মকর্তারা।
দুর্গাপূজাকে ঘিরে একদিন ছুটি বেড়ে যাওয়ায় ঢাকার সড়কে যানবাহনের চাপ ছিল কম। কর্মস্থলে যেতে না হওয়ায় ঢাকার সড়কে গাড়ি চলেছে কম; সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার যানজটের যে হাল থাকার কথা তা ছিল পুরাই ভিন্ন।