দুর্গাপূজাকে ঘিরে একদিন ছুটি বেড়ে যাওয়ায় ঢাকার সড়কে যানবাহনের চাপ ছিল কম। কর্মস্থলে যেতে না হওয়ায় ঢাকার সড়কে গাড়ি চলেছে কম; সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার যানজটের যে হাল থাকার কথা তা ছিল পুরাই ভিন্ন।