রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকিতে চলাচল
দুর্বল ফিসপ্লেট ও রেললাইনের এখান সেখান থেকে ক্লিপ চুরির কারণে দেশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা; ঝরছে প্রাণও। রাজধানীর ভেতর দিয়ে যাওয়া রেলপথেও দেখা গেছে একই চিত্র। তেজগাঁও রেল স্টেশন থেকে মহাখালী ক্রসিং পর্যন্ত রেললাইনে কয়েকশ ফিসপ্লেট থাকলেও সেগুলোতে ঠিকঠাক ক্লিপ দেখা যায়নি। এগুলোর কোনোটি চুরি হয়ে গেছে; কোনোটি ভাঙা। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।