Published : 14 May 2024, 11:58 PM
কক্সবাজারের রামু উপজেলায় রেল লাইন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশিদনগরে ব্রিকফিল্ডের উত্তরে রেললাইনে মরদেহটি পাওয়া যায় বলে জানান রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।
আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। যুবকের পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রঙের শার্ট।
আবু তাহের বলেন, সকালে রশিদনগরে রেললাইনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে রামু থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
“ প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার মৃত্যুর কারণও জানা যায়নি।”
ময়নাতদন্তের জন্য যুবকের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।