০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
কোরবানির ঈদে ব্যস্ততা সীমাহীন। আর তা যদি হয় গরমে তাহলে তো অস্বস্তির শেষ থাকে না। এ সময়ে আরামদায়ক পোশাক এনে দেয় স্বস্তি। তাই বাতাস চলাচল করে ও সহজে ঘাম শুষে নেয় এমন পোশাকের দিকে বেশি মনোযোগ দিতে হবে।
শয়নকক্ষ যেন বিশ্রামের জন্য শান্তিপূর্ণ জায়গা হয়- এমন চাওয়া সবারই। তবে অনেক সময়ই ঘরটি অগোছালো থাকায় বদলে যায় পরিস্থিতি। বিশেষজ্ঞদের পরামর্শ- ছোট কিছু অভ্যাসে পরিচ্ছন্ন রাখা সম্ভব শোবার ঘর।