কোরবানির ঈদে ব্যস্ততা সীমাহীন। আর তা যদি হয় গরমে তাহলে তো অস্বস্তির শেষ থাকে না। এ সময়ে আরামদায়ক পোশাক এনে দেয় স্বস্তি। তাই বাতাস চলাচল করে ও সহজে ঘাম শুষে নেয় এমন পোশাকের দিকে বেশি মনোযোগ দিতে হবে।