০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার পর এবার আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি-এনসিএ। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পর এমন ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে পরিচিত সংস্থাটি।
বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পর তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার কথা আল জাজিরাকে জানিয়েছে ‘ব্রিটেনের এফবিআই’ হিসেবে পরিচিত এনসিএ।
এক সময় ইউসিবির চেয়ারম্যান ছিলেন জাবেদ। মন্ত্রী হওয়ার পর এ পদে বসেন তার স্ত্রী রুকমিলা জামান।
১৪ কোটি ৬৩ লাখ টাকা ঋণের অর্থ আদায়ে ব্যাংক এশিয়ার আবেদনে ইউসিবিতে আরামিট সিমেন্টের ওই হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত।
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর দীর্ঘদিন বাদে ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের কেউ থাকলেন না পর্ষদে।
চেয়ারম্যান করা হয়েছে রোকসানা জামান চৌধুরীকে যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বোন।
আন্দোলনকারীদের অভিযোগ, ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামান ও তার স্বামী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লুটপাটের কারণে ব্যাংকটি দেওলিয়া হওয়ার পথে।