০৬ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
ল্যাবটির নেতৃত্ব দিচ্ছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং। তার ‘স্কেলএআই’ স্টার্টআপে মেটা একশ ৪৩ কোটি ডলার বিনিয়োগের পর এ ল্যাবে যোগ দিয়েছেন তিনি।
একসময় ওপেন সোর্স এআই মডেলের নেতা হিসেবে পরিচিত মেটা বর্তমানে কর্মীদের পদত্যাগের কারণে সমস্যার মুখে পড়েছে ও নতুন এআই মডেল বাজারে আনার তারিখও পিছিয়েছে।
গবেষণাধর্মী ল্যাবটি প্রতিযোগিতামূলক এআই বিকাশের ক্ষেত্রে এগিয়ে থাকতে মেটার সর্বশেষ প্রচেষ্টা। এ প্রযুক্তিতে শত শত কোটি ডলার ঢালছে কোম্পানিটি।