Published : 11 Jun 2025, 05:38 PM
নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা ল্যাব তৈরি করছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা। এর নেতৃত্ব দেবেন এআই কেন্দ্রিক স্টার্টআপ ‘স্কেল এআই’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াং।
মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে, মেটার নতুন এ গবেষণা ল্যাবটি ‘সুপারইন্টেলিজেন্স’ নামে পরিচিত এক ধারণার ওপর নির্ভর করে কাজ করবে। সুপারইন্টেলিজেন্স এমন এক এআই সিস্টেম, যা মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে বলে অনুমান রয়েছে।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ‘স্কেল এআই’তে এক হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগের জন্য আলোচনাও চালাচ্ছে ফেইসবুকের মূল কোম্পানিটি।
এ বিষয়ে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’র অনুরোধে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্কেল এআই। মন্তব্যের জন্য সিএনবিসির অনুরোধে সাড়া দেয়নি মেটাও।
গবেষণাধর্মী ল্যাবটি প্রতিযোগিতামূলক এআই বিকাশের ক্ষেত্রে এগিয়ে থাকতে মেটার সর্বশেষ প্রচেষ্টা। এ প্রযুক্তিতে শত শত কোটি ডলার ঢালছে কোম্পানিটি। এ বছর এআই অবকাঠামোর জন্য মেটা সাড়ে ছয় হাজার কোটি ডলার পর্যন্ত ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
১৯ বছর বয়সে ‘স্কেল এআই’ প্রতিষ্ঠা করেন ওয়াং। বর্তমানে এআই শিল্পে প্রভাবশালী ব্যক্তি তিনি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ডেটা অবকাঠামো সরবরাহ করে থাকে তার কোম্পানি।
ধারণা করা হচ্ছে, এ নতুন ল্যাবে ওয়াংয়ের যোগ দেওয়ার বিষয়টি মেটার এআই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ল্যাবে শীর্ষস্থানীয় এআই গবেষকদের আকৃষ্ট করতে বড় অংকের পারিশ্রমিকের প্রস্তাবও দিচ্ছে মেটা।
গত মাসের শেষ দিকে মেটা ঘোষণা করেছিল, কোম্পানিটির বিভিন্ন অ্যাপ জুড়ে ছড়িয়ে থাকা তাদের এআই অ্যাসিস্ট্যান্টের সক্রিয় ব্যবহারকারী রয়েছে প্রতি মাসে প্রায় একশ কোটি।
ফেব্রুয়ারিতে সিএনবিসি প্রতিবেদনে লিখেছিল, দ্বিতীয় প্রান্তিকে স্বতন্ত্র এক এআই অ্যাপ চালুর পরিকল্পনা করছে মেটা এবং ওপেনএআইয়ের চ্যাটজিপিটির মতো প্রতিদ্বন্দ্বী বিভিন্ন চ্যাটিং অ্যাপের পেইড সাবস্ক্রিপশন পরিষেবা নিয়ে পরীক্ষা করবে তারা।
নতুন এআই গবেষণা ল্যাব তৈরির ঘোষণার পর মঙ্গলবার মেটার শেয়ার মূল্য বেড়েছে প্রায় এক শতাংশ।