লুকানো টাকার খাতা সুইস ব্যাংকে, তথ্য জানার আছে বহু পথ
২০২৪ সালের নির্বাচনের আগে ও পরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার অস্বাভাবিক উত্থান নানা প্রশ্ন উসকে দিয়েছে। পাচার, রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনির্দিষ্টতার মধ্য দিয়ে এই বিপুল অর্থের উৎস ও গন্তব্য নিয়েই সরকারের অস্পষ্টতা এবং বিশেষজ্ঞদের সংশয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।