শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গণহত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গণহত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে এ প্রতিবেদন দাখিল করা হয় বলে জানিয়েছেন কৌঁসুলি এম এইচ তামিম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় ‘গণহত্যার’ অভিযোগে গত ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।