আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের এক ব্রিটিশ যাত্রী জীবিত উদ্ধার
ভারতের আহমেদাবাদে এয়ার ইনডিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ২৪২ আরোহীর মধ্যে এক ব্রিটিশ ভারতীয় যাত্রীর জীবিত উদ্ধার হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তার নাম বিশ্বাস কুমার রমেশ। ‘দুর্ঘটনায় কেউ বেঁচে নেই’ এমন বক্তব্যের মধ্যেই আহমেদাবাদ পুলিশ তার বেঁচে ফেরার তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পরপরই বিমানবন্দরের কাছে একটি মেডিকেল হোস্টেলের উপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।