শুরু থেকে শেষ পর্যন্ত একক আধিপত্য দেখানো পিএসজির সামনে বিন্দুমাত্র পাত্তা পেল না ছন্নছাড়া ইন্টার মিলান। রীতিমতো গোল উৎসব করে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করল তারা। স্মরণীয় পারফরম্যান্সে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের উল্লাসে মাতল ফরাসি ক্লাবটি।