দেশের অভ্যন্তরে রাজনৈতিক ফায়দা নিতেই পাক-ভারত সংঘাত: এম হুমায়ূন কবির
মূলত দেশের অভ্যন্তরে রাজনৈতিকভাবে লাভবান হতেই ভারত-পাকিস্তান সংঘাতে জড়িয়েছে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইনসাইড আউট অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির রাজনীতি ধর্মভিত্তিক। আর ভারত ও পাকিস্তান চিরশত্রুর মত। ফলে সেই উত্তেজনা কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা পাওয়ার একটি বিষয় আছে।
অন্যদিকে পাকিস্তানও যুদ্ধকে পুঁজি করে রাজনীতি করতে চায় বলে মনে করেন হুমায়ূন কবির। তিনি বলছেন, পাকিস্তানের সেনাবাহিনী সবসময়ই একটি ‘নিয়ামক শক্তি’। যুদ্ধ তাদের জন্য ‘ভাবমূর্তি পুনরুদ্ধারের’ একটি সুযোগ।
অনুষ্ঠানটি রেকর্ড করা হয় শনিবার সকালে। এরপর বিকালে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতির ঘোষণা আসে।
ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এবং রোহিঙ্গা করিডোর প্রসঙ্গ ও এসেছে এ আলোচনা অনুষ্ঠানে।