নির্বাচনে ৩৩ শতাংশ মনোনয়ন নারীদের দিন: সামিনা লুৎফা
নারীরা রাজনীতিতে এলেও শেষতক তারা গৃহস্থালি কর্মে ফিরে গেছেন। রাজনীতিতে সক্রিয় করতে নির্বাচনে অন্তত ৩৩ শতাংশ মনোনয়ন নারীদের জন্য বরাদ্দ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা।