ঈদে বাড়িতে আনাগোনা চলে অতিথিদের। নানা ব্যস্ততায় পুরো বাড়ি সাজানোটা বেশ হ্যাপার কাজ। তাই চটজলদি নিতে হয় কম সময়ের কিছু প্রস্তুতি। পরিকল্পনা করে ছোট ছোট ভাগে কাজ করতে হয়। এতে সময় বাঁচার পাশাপাশি গোছানোর কাজটিও হয় নিখুঁত।